২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১২:৫৬:২৭ পূর্বাহ্ন
রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ আরও ২ মাস বেড়েছে
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২৩
রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ আরও ২ মাস বেড়েছে

সংঘাতের মধ্যেই আবারও বাড়ল রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তির মেয়াদ। আগের চুক্তিটির মেয়াদ শেষের মাত্র একদিন আগে সমঝোতা হয়।

বুধবার জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় এ ঘোষণা আসে। খবর রয়টার্সের।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানান, কৃষ্ণসাগর দিয়ে শস্য সরবরাহে চুক্তির মেয়াদ নবায়ন হয়েছে দুই মাসের জন্য।

ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্য সংকটের মধ্যে গত জুলাইয়ে প্রথমবারের মতো রাশিয়া-ইউক্রেন শস্য চুক্তি হয়। এর মধ্যে বেশ কয়েকবার মেয়াদ বাড়ানো হয়। তবে রাশিয়ার কৃষি খাতের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা নিয়ে বারবার ক্ষোভ জানিয়েছে মস্কো।

বিভিন্ন শস্যের শীর্ষ উৎপাদনকারী ইউক্রেন। তবে কৃষ্ণসাগর দিয়ে রপ্তানিতে বাধা দেয় রাশিয়া। চুক্তির আওতায় ৩০ মিলিয়ন টনের বেশি শস্য সরবরাহ করা হয়েছে কৃষ্ণসাগর দিয়ে। 

মস্কোর দাবি, দরিদ্র দেশে আরও শস্য ও সার পাঠাতে চায় তারা। তবে নিষেধাজ্ঞার কারণে সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল রাশিয়া। পরে আবার চুক্তিতে ফেরে মস্কো।

শেয়ার করুন