২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:১০:০৯ অপরাহ্ন
রাজধানীর গেন্ডারিয়া এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ মিজান (৩৯) এবং তার ০৪ জন সহযোগী’কে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৩।
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২৩
রাজধানীর গেন্ডারিয়া এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ মিজান (৩৯) এবং তার ০৪ জন সহযোগী’কে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৩।

রাজধানীর গেন্ডারিয়া থানাধীন এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ মিজান (৩৯), পিতা-মৃতঃ আব্দুল কাদের, সাং-কাশিপুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা এবং তার সহযোগী ২। মোঃ জুয়েল, পিতা-মোঃ সুলতান আহম্মেদ, সাং-দূর্গাপুর, থানা-কুমিল্লা সদর, জেলা-কুমিল্লা, ৩। মোঃ বেলায়েত হোসেন (২০), পিতা-মোঃ শাহজাহান কবির, সাং- শামুজসার, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ৪। মোঃ জাহিদ ইসলাম (২৩), পিতা-ফিরোজ ইসলাম, সাং-সমেশপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ৫। মোঃ সোহাগ (১৬), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-কেশেরা, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাদের‘কে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ ১৫/০৬/২০২৩ তারিখ রাতে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

 ধৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ বিভিন্ন সীমান্ত এলাকা হতে অভিনব পদ্ধতিতে অবৈধ মাদক দ্রব্য গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এর চালান নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। তাদের মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে বলে জানায়। এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান চলমান রয়েছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন