২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:৫৬:১৪ অপরাহ্ন
উচ্চ আয়ের দেশ হতে বাংলাদেশকে সহযোগিতা করবে জাপান
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২৩
উচ্চ আয়ের দেশ হতে বাংলাদেশকে সহযোগিতা করবে জাপান

জাপান বাংলাদেশকে উচ্চ আয়ের দেশ হতে পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি।


সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনাকালে জাপানের মন্ত্রী এ কথা বলেন। দুই দিনের সফরে রোববার ঢাকা পৌঁছান তিনি।


এই প্রথম জাপানের কোন অর্থমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি ঢাকায় মেট্রোরেলে চড়েন।


নিশিমুরা ইয়াসুতোশি জাপানের সহযোগিতায় বাস্তবায়িত মেগা প্রকল্পে সন্তোষ প্রকাশ করেন। তিনি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঝামাঝি বাংলাদেশের কৌশলগত অবস্থানের প্রশংসা করেন।


প্রতিমন্ত্রী অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানকে আরও বিনিয়োগের জন্য আহ্বান জানান।

শেয়ার করুন