২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৭:৪৪:১৩ অপরাহ্ন
আন্দোলনকে দমন করার অংশ হিসেবেই নুরের ওপর আক্রমণ: মির্জা ফখরুল
  • আপডেট করা হয়েছে : ০৩-০৮-২০২৩
আন্দোলনকে দমন করার অংশ হিসেবেই নুরের ওপর আক্রমণ: মির্জা ফখরুল

চলমান আন্দোলনকে দমন করার অংশ হিসেবেই গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের নেতা-কর্মীদের যেভাবে আক্রমণ হয়েছে, এ ঘটনা তারাই ধারাবাহিকতা। তবে এভাবে ভয় দেখিয়ে চলমান আন্দোলনকে দমন করা যাবে না বলেও সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, সেই সময় তাদের (সরকার) ফ্যাসিবাদের যে চরিত্র, সন্ত্রাস করে, ভয় দেখিয়ে, নির্যাতন করে এখান থেকে তারা বেরিয়ে আসতে চায়। জনগণের ন্যায়সংগত দাবিতে যে আন্দোলন চলছে, তারা তা দমন করতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণীর বিরুদ্ধে যে রায়, এটাও তাদের তারই একটি পদক্ষেপ। সন্ত্রাস করে, ভয় দেখিয়ে সাজানো রায় দিয়ে, সাজা দিয়ে, জেল-জুলুম করে তারা আন্দোলন দমন করতে চায়। কিন্তু জনগণ যখন জেগে ওঠে, তখন ভয় দেখিয়ে, সাজা দিয়ে, আক্রমণ করে আন্দোলন দমন করা যায় না।’ 


ফখরুল বলেন, ‘আমরা জনগণের দাবি নিয়ে আন্দোলন করছি। সেখানে কে কী বলছে, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের আন্দোলনের মূল বিষয় হচ্ছে, এই সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, জনগণ এর বিরুদ্ধে আন্দোলন করছে। জনগণের দাবি—এই সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। কে কী বলল না বলল, তাতে আন্দোলন দমন করা যাবে না।’


শেয়ার করুন