২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:০২:০৪ পূর্বাহ্ন
সেনাদের আরও ‘নিরাপদ অবস্থানে’ নিয়ে যেতে পারে ইউক্রেন
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২২
সেনাদের আরও ‘নিরাপদ অবস্থানে’ নিয়ে যেতে পারে ইউক্রেন

দোনবাসের লুহানেস্ক প্রদেশের সেভেরোদোনেৎস্কে থাকা সেনাদের আরও নিরাপদ অবস্থানে নিয়ে যেতে পারে ইউক্রেন। 

রাশিয়ার সেনাদের অব্যহত ও কঠোর হামলার মুখে লুহানেস্কের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হেইডে বলেছেন এমন কথা। 

তবে তিনি জানিয়েছেন, ইউক্রেনের সেনারা হাল ছেড়ে দেবে না এবং রুশদের কাছে আত্মসমর্পণ করবে না। 

এ ব্যাপারে সামরিক প্রশাসনের প্রধান সেরহি হেইডে বলেন, সেভেরোদোনেৎস্কে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। শহরের প্রতিটি ইঞ্চির জন্য আমাদের সেনারা লড়াই করছে। 

তিনি আরও বলেন, কেউ শহর ছেড়ে দেবে না, এমনকি যদি আমাদের সেনাদের আরও নিরাপদ অবস্থানে নিয়ে যেতে হয় তবুও। শহরে অব্যহতভাবে গোলাবর্ষণ করা হচ্ছে। এটির মানে নয় যে শহরটি ছেড়ে দেওয়া হয়েছে। 

অন্যদিকে কথিত লুহানেস্ক পিপলস রিপাবলিকের নেতা রোদিউন মিরোসনিক বুধবার স্থানীয় সময় সকালে দাবি করেছেন, বর্তমানে সেভেরোদোনেৎস্কের ক্ষুদ্র একটি অংশ ইউক্রেনের হাতে আছে।

তিনি দাবি করেছেন, ইউক্রেনের মিলিশিয়ারা নির্বিচারে কোয়ার্টারের প্রবেশপথে গোলাবর্ষণ করছে। ইউক্রেনের স্নাইপাররা কাজ করছে।

তিনি আরও দাবি করেছেন, সেভেরোদোনেৎস্কের বিমানবন্দর ইতিমধ্যেই ইউক্রেনের কাছ থেকে দখল করা হয়েছে। 

শেয়ার করুন