২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:৩৫:৪৮ পূর্বাহ্ন
অধিনায়ক হিসেবে কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২২
অধিনায়ক হিসেবে কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন বাবর আজম। ব্যাট হাতে মাঠে নামলে যেন সেঞ্চুরি হাঁকিয়ে ফিরতে হবে পাকিস্তানের অধিনায়ককে।

বুধবার রাতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে-তে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন তিনি। এ নিয়ে টানা তিনটি ওয়ানডে ম্যাচে শতরান করলেন বাবর। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ দুটি ওয়ানডে ম্যাচেও সেঞ্চুরি করেন তিনি।

বুধবার ১০৭ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর।

অধিনায়ক হিসেবে হাজার রান পূর্ণ করতে এ দিন তার প্রয়োজন ছিল ৯৮ রান। ৯৬ থেকে চার মেরে সেঞ্চুরির পাশাপাশি হাজারের মাইলফলক স্পর্শ করেন তিনি।

আর এরই সঙ্গে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন বাবর।

ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড এখন বাবরের।

ক্যারিয়ারে অধিনায়ক হিসেবে এক হাজার রান ছুঁতে কোহলির লেগেছিল ১৭ ইনিংস। আর সেখানে বাবরের লাগল মাত্র ১৩ ইনিংস! এ রেকর্ডে তৃতীয় অবস্থানে প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স, অধিনায়ক হিসেবে তার লেগেছে ১৮ ইনিংস। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের লেগেছে ২০ ইনিংস। ইংল্যান্ড টেস্ট দলের বর্তমান অধিনায়ক অ্যালেস্টার কুকের লেগেছিল ২১ ইনিংস।

শেয়ার করুন