২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১০:১৬:২০ পূর্বাহ্ন
সেই ‘৫০ লাখ টাকার চেক’ নিয়ে যা বললেন মির্জা ফখরুল
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২৩
সেই ‘৫০ লাখ টাকার চেক’ নিয়ে যা বললেন মির্জা ফখরুল

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের একটি ভুয়া চেকের ছবি ছড়িয়ে পড়ে। এ নিয়ে গুঞ্জন উঠে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই চেকের ছবিটি ঘুরপাক খাচ্ছে। 


চেকের ছবির বিষয়ে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নোংরামির শেষ কোথায়? 



সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা ফখরুল বলেন, এটা নোংরামি ছাড়া আর কিছু নয়। মির্জা ফখরুল বাপের জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করে। আমাকে কেনা সম্ভব নয়। 


তিনি বলেন, বিরোধী রাজনীতিবিদদের চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতেছে সরকার।


অন্যদিকে চেকের সত্যতার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ডিপিএস হাসান জাহিদ তুষার বলেন, ‘এটি সত্য নয়।’

 


শেয়ার করুন