২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৮:৪৪:০৩ অপরাহ্ন
শিবগঞ্জে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন
  • আপডেট করা হয়েছে : ২৯-০৮-২০২৩
শিবগঞ্জে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর হাট ফুলতলা হতে ধাইনগর ইউপি অফিস পর্যন্ত দীর্ঘ এক কিলোমিটারের একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৮০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে গ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি সোহেল রানা বাবু ও সাবেক ছাত্রনেতা শামীম আলীসহ স্থানীয় সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


শেয়ার করুন