২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:২০:৩৯ অপরাহ্ন
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ স্কুলশিক্ষক আব্দুর রব
  • আপডেট করা হয়েছে : ০১-০৬-২০২২
রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ স্কুলশিক্ষক আব্দুর রব রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ স্কুলশিক্ষক আব্দুর রব

স্কুল ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক আব্দুর রব সিদ্দিকী। 

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মহদিপুর গ্রামের বাসিন্দা। গত সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক ড. কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

আব্দুর রব সিদ্দিকী ১৯৯২ সালে সরকারি মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষক হিসেবে শিবগঞ্জ সরকারি মডেল স্কুলে কর্মজীবন শুরু করেন। পরে রাজশাহীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ও রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেন। 

২০১৯ সালে আব্দুর রব সিদ্দিকী প্রথমবার রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালে তিনি দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানে আইসিটিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বর্তমানে রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। 

শেয়ার করুন