রাজশাহীর কাশিয়াডাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোস্তাকিম বিল্লা নামে ১ প্রিন্টিং প্রেসের কর্মকর্তা নিহত হয়েছে ও তুহিন নামে অপর ১ জন গুরুতর আহত হয়েছে।
নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মোস্তাকিম বিল্লা (২৮)। আহতর পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায় নি।
জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার ২ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহা সড়কের কাশিয়াডাঙ্গা মোড়ে একটি ট্রাক ওভারটেক করার সময় মোস্তাকিমের মোটরসাইকেলকে পাশ থেকে চাপা দেয়।
এ সময় মাথায়, ঘাড়ে ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয় মোস্তাকিম। পরে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকিমের মৃত্যু হয়। নিহত মোস্তাকিনের মামা রাসেল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নিহতর বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, নম্র ভদ্র মোস্তাকিম মা বাবা, স্ত্রী ও ফুটফুটে দুটি মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মসজিদ পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।