২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৯:৫৮:০৪ অপরাহ্ন
চারঘাটে সিনজেনটার আয়োজনে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৩
চারঘাটে সিনজেনটার আয়োজনে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন

রাজশাহীর চারঘাটে ফার্মার স্কুলের কৃষক-কৃষাণী ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।


শনিবার সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ফার্মার স্কুলের আয়োজনে চারঘাটের সরদহ ইউনিয়নের ৫০০ কৃষক-কৃষাণী ও ৫টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় ৫টি বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়েছে।


গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সরদহ ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, সিনজেনটার বিজনেস সাস্টেইন্যাবিলিটি বিভাগের পরিচালক শহীদুল ইসলাম, ফার্মার স্কুলের উপদেষ্টা ওবায়দুল আজম।


গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন শেষে ফারমার স্কুলে কৃষকের কল্যাণে কৃষি ও পল্লী ঋণ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। কৃষি ও কৃষকের টেকসই উন্নয়নে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে কাজ করছে।

শেয়ার করুন