বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘কাহো না প্যায়ার হ্যায়’। সিনেমাটির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী আমিশা প্যাটেলের। আর হৃতিক রোশনও প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এতে। অনেকেই হয়তো জানেন না, সিনেমাটি শুরু করেছিলেন কারিনা কাপুর। কিন্তু এর পরে এটি আমিশার কাছে চলে আসে। এত দিন কারিনার ছেড়ে আসার কথা শোনা গেলেও আমিশা এবার জানিয়েছেন ভিন্ন কথা।
আমিশা প্যাটেলের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আমিশার কথায়, সিনেমাটির পরিচালক রাকেশ রোশন কারিনা কাপুরকে শুটিং সেট থেকে বের করে দিয়েছিলেন।
আমিশা বলেন, ‘কারিনা মোটেও কাহো না প্যায়ার হ্যায় ছেড়ে দেননি। আমি রাকেশজির কাছ থেকে শুনেছি তাঁরা কারিনাকে শুটিং সেট ছেড়ে চলে যেতে বলেছিলেন, কারণ দুজনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল। পিঙ্কি আন্টি (হৃতিকের মা, রাকেশ রোশনের স্ত্রী) আমাকে বলেছিলেন তাঁরা দুশ্চিন্তায় একপ্রকার নাওয়া-খাওয়া ভুলেছিলেন। কারণ শুটিং সেটে তখন কোটি কোটি রুপি ঢালা হয়ে গেছে।’