০৪ মে ২০২৪, শনিবার, ০৩:২২:৩১ পূর্বাহ্ন
৩ হাজার রোহিঙ্গাকে ডিসেম্বরের মধ্যে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৩
৩ হাজার রোহিঙ্গাকে ডিসেম্বরের মধ্যে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ

সরকার আগামী ডিসেম্বর মাসের মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায়ের অন্তত ৩ হাজার মানুষকে সে দেশে ফেরত পাঠাতে চায়।

আজ সোমবার দেশটির প্রশাসনিক রাজধানী নেপিডোয় দ্বিপক্ষীয় এক বৈঠকে এ কথা বলেছে বাংলাদেশ প্রতিনিধিদল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মইনুল কবীর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

চীনের সঙ্গে ত্রিপক্ষীয় ভিত্তিতে পরীক্ষামূলকভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরুর জন্য বাংলাদেশ ও মিয়ানমার কথা বলছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন তাড়াতাড়ি শুরু করতে চায় বলে বাংলাদেশ প্রতিনিধিদলকে জানায়। 

এদিকে মিয়ানমার সরকারের আয়োজনে দেশটিতে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর রাষ্ট্রদূতেরা সোমবার উত্তর রাখাইনে গেছেন। 

বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. এম মনোয়ার হোসেন ছবি যুক্ত করে এক এক্স পোস্টে (সাবেক টুইটার) জানান, উত্তর রাখাইনের বাস্তুচ্যুত মানুষদের বাংলাদেশ থেকে ফেরত আনা এবং ঘূর্ণিঝড় মোচায় ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার প্রস্তুতি রাষ্ট্রদূতদের দেখানো হয়।

শেয়ার করুন