২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১২:১৯:২৩ পূর্বাহ্ন
রাজশাহীতে অর্পিত সম্পত্তি ইজারা নিয়ে স্থাপনা গুঁড়িয়ে দিল আ.লীগ
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৩
রাজশাহীতে অর্পিত সম্পত্তি ইজারা নিয়ে স্থাপনা গুঁড়িয়ে দিল আ.লীগ

একটি অর্পিত সম্পত্তি ইজারা নেওয়ার পর সেখানে থাকা স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে জেলা আওয়ামী লীগ। চলতি বছরের শুরুতে নগরীর রাণীবাজার এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের এই জমি জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নেওয়া হয়। জমির পরিমাণ ১৪ শতাংশ।


এই জমির একাংশে পুরনো একটি বাড়ি ছিল। এই বাড়িটি এখন ভেঙে ফেলা হচ্ছে। চুন-সুরকি আর ইটের গাঁথুনি দিয়ে করা বাড়িটির অর্ধেক ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। এই বাড়িতে একজন নারী বাস করতেন। জেলা আওয়ামী লীগ জমিটি ইজারা নেওয়ার পর গত ফেব্রুয়ারিতে ওই নারীকে বিতাড়িত করা হয়।


রাজশাহী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের আবেদনের পরিপ্রেক্ষিতে জমিটি তাদের একসনা ইজারা (প্রতি বছর ইজারামূল্য পরিশোধের শর্তে) দেওয়া হয়। ইজারা নেওয়া এই জমিতে স্থায়ী কোনো স্থাপনা করা যাবে না। তবে যে স্থাপনা আছে তা সংস্কার করে ব্যবহার করা যাবে। তবে এখন স্থাপনাটি সংস্কার না করে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।


শেয়ার করুন