২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৫:৩০:০৮ অপরাহ্ন
কলম্বোয় কেন আশাবাদী হচ্ছেন সাকিব
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২৩
কলম্বোয় কেন আশাবাদী হচ্ছেন সাকিব

পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দেশ মিলে হচ্ছে ২০২৩ এশিয়া কাপ। লাহোরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোর ম্যাচ দিয়ে শেষ হয়েছে টুর্নামেন্টের পাকিস্তান পর্ব। এবার সুপার ফোরের বাকি অংশ ও ফাইনাল হবে শ্রীলঙ্কায়। লঙ্কার মাঠে ভালো কিছু করার আশা করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। 


লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ এবারের এশিয়া কাপে খেলেছে দুই ম্যাচ। যার মধ্যে গ্রুপ পর্বে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর গতকাল পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে সাকিবের দল। ৬৩ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাবরের দল। লাহোরে অম্লমধুর স্মৃতি রেখে আজ বিকেল ৪টায় সুপার ফোরের বাকি দুই ম্যাচ খেলতে কলম্বোয় আসবে বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসায় পরশু বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। একই মাঠে ১৫ সেপ্টেম্বর সাকিবরা খেলবেন ভারতের বিপক্ষে।


এশিয়া কাপে টিকে থাকতে হলে বাংলাদেশের এখন জয়ের কোনো বিকল্প নেই। আর শ্রীলঙ্কাতেই ঘুরে দাঁড়ানোর আশা রয়েছে সাকিবের, যেখানে টুর্নামেন্ট শুরুর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলেছেন তিনি। গল টাইটানসের হয়ে ১০ ম্যাচে ৫.৭০ ইকোনমিতে নেন ১০ উইকেট। তা ছাড়া এলপিএলে রান করতেও ব্যাটারদের বেশ সংগ্রাম করতে হয়েছে। এমনকি ১৪০-এর কম রান তাড়া করতে গিয়েও ম্যাচ হারার ঘটনা রয়েছে। আর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বে ১০ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এলপিএলে দেখেছিলাম, পিচ কিছুটা মন্থর, ওঠানামা ছিল। ওটা আমাদের সহায়তা করতে পারে। আশা করি কলম্বোয় আমরা ভালো করব।’ 


বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণে একটা বিপ্লব ঘটেছে গত দুই বছরে। এশিয়া কাপেও সেটার প্রতিফলন দেখা যাচ্ছে। এখন পর্যন্ত প্রতিপক্ষের ১৮ উইকেট তুলতে পেরেছে বাংলাদেশ। এর ১১টিই ভাগাভাগি করে নিয়েছেন তাসকিন আহমেদ (৬) ও শরীফুল ইসলাম (৫)। তবে ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ার মতো। একমাত্র আফগানিস্তানের বিপক্ষে ৩৩৪ রান করতে পেরেছে। আর শ্রীলঙ্কা, পাকিস্তান দুটো দলের বিপক্ষেই ৫০ ওভার ব্যাটিং করা দূরে থাক, করতে পারেনি ২০০ রানও। ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে চিন্তিত সাকিব বলছেন, ‘বোলিংয়ে আমাদের ভালো হচ্ছে। তবে ব্যাটিং এই ভালো, এই খারাপ।’


শেয়ার করুন