২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:০৭:৪৭ অপরাহ্ন
রামেবিতে দুদকের অভিযান
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২৩
রামেবিতে দুদকের অভিযান

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রামেবির অস্থায়ী কার্যালয়ে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন।

দুদক কর্মকর্তারা রামেবির রেজিস্ট্রার আনোয়ারুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার দফতর থেকে বিভিন্ন নথিপত্র নিয়ে যান। এসব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

দুদক সূত্র মতে, রামেবিতে বিভিন্ন সময় দেওয়া নিয়োগের অনিয়ম খুঁজতে মাঠে নেমেছেন তারা। বিশ্ববিদ্যালয়টির শীর্ষ পদগুলোতে প্রেষণে বার বার একই কর্মকর্তাদের নিয়োগ, কর্মকর্তাদের আত্মীয়-স্বজনদের চাকরি দেওয়া এবং নিয়োগ পেয়ে দিনের পর দিন অফিস ফাঁকি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, নিয়োগ সংক্রান্ত বেশকিছু অভিযোগ এসেছে। সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র নেওয়া হয়েছে। এগুলো পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন