২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১০:১৮:০০ পূর্বাহ্ন
রাহুলের বাসায় একতারা শুনলেন ফ্রান্সের প্রেসিডেন্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২৩
রাহুলের বাসায় একতারা শুনলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সফরের ফাঁকে তিনি গিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও জলের গান ব্যান্ড দলের প্রধান রাহুল আনন্দের বাড়িতে। একে তো ৩৩ বছর পর বাংলাদেশ সফরে এসেছেন ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট আর তিনি আবার গেছেন তাঁর বাসায়, স্টুডিওতে। শিল্প-সাহিত্যে সমৃদ্ধ দেশ ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলা গান ও বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাহুল আনন্দ। 

গতকাল রোববার রাতে মাখোঁ রাজধানীর ধানমন্ডিতে জলের গানের বাড়ি ও স্টুডিও পরিদর্শন করেছেন। বাড়ির সামনে ফুল দিয়ে করা আলপনায় হাত বুলিয়ে দেখেন মাখোঁ। এরপর দেশীয় বিভিন্ন যন্ত্র ও গানের সঙ্গে পরিচিত হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এক ঘণ্টা ৪০ মিনিট সেখানে অবস্থান করেন ফ্রান্সের এ প্রেসিডেন্ট। 

এ বিষয়ে রাহুল আনন্দ আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আমি তাঁকে গান শোনানোর অপেক্ষায় আছি। আমার বাড়ি তাঁর জন্য সাজছে।’ 

জলের গানের অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা যায়, অভ্যর্থনায় রাহুল আনন্দ বলেন, ‘ফ্রান্সের একজন সংগীতশিল্পী, বাংলাদেশের একজন শিল্পীর বাড়ি এসেছে, এ এক পরম পাওয়া।’ 

শেয়ার করুন