২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৫:৫৫:৪০ পূর্বাহ্ন
এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা ১৪ অক্টোবর
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২৩
এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা ১৪ অক্টোবর

জন্মশতবার্ষিকী উপলক্ষে এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ বুধবার সকালে নড়াইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে চিত্রা নদীতে এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা হবে। সভায় আশা প্রকাশ করা হয়, এ বছরও নারী ও পুরুষের অন্তত ২০টি পৃথক মাঝিমাল্লার নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। একই সঙ্গে দূরদূরান্ত থেকে আসা দর্শকেরা এ আয়োজন উপভোগ করবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) আছিফ উদ্দিন মিয়া, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম হিলু, নজরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী প্রমুখ।

শেয়ার করুন