২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৯:৫৪:৩৪ পূর্বাহ্ন
শ্রীলঙ্কার ‘৭’ নাকি ভারতের ‘৮ ’
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৩
শ্রীলঙ্কার ‘৭’ নাকি ভারতের ‘৮ ’

টুকটুক কিংবা রেস্তোরাঁ–গতকাল কলম্বোয় যেখানেই বাংলাদেশি পরিচয় শুনেছেন শ্রীলঙ্কানরা, সহাস্যে অভিনন্দন জানাচ্ছেন তাঁরা। গত পরশু ভারতকে বাংলাদেশ হারিয়ে দেওয়ায় লঙ্কানরাও যারপরনাই খুশি।


গতকাল সকালে টুকটুকচালক নালাকা হাসতে হাসতেই বলছিলেন, ‘এবার আমাদের পালা। কিন্তু ফাইনালে ভারতকে হারানো এত সহজ হবে না।’ ক্রিকেটের ভালো খোঁজখবর রাখা নালাকা ভারতের সম্ভাব্য একাদশ সামনে এনে বললেন, ‘দেখুন, ওদের প্রতিটি পজিশনে সব বড় বড় তারকা খেলোয়াড়। দল হিসেবে শ্রীলঙ্কাও ভালো খেলছে। তবে একটি জায়গায় আমরা ভারতের চেয়ে এগিয়ে থাকব আজ, প্রেমাদাসার গ্যালারিতে বিপুল লঙ্কান সমর্থন।’ ভুল বলেননি। আজকের ফাইনালে প্রেমাদাসার গ্যালারির গর্জনে শ্রীলঙ্কা যদি ঠিকঠাক জ্বলে উঠতে পারে, টানা দুবার তাদের এশিয়া কাপ জয় অসম্ভব কিছু নয়।


যতই শ্রীলঙ্কার বিপুল সমর্থন থাক আর টুর্নামেন্টজুড়ে ভালো খেলুক, ভারত কি আর এসবে চুপসে যাওয়া দল? গত মঙ্গলবার প্রেমাদাসাকে নৈঃশব্দ্যে ডুবিয়ে ২১৩ রান করেও জিতেছেন রোহিতরা। পাঁচ বছর আগে এশিয়া কাপ জেতা ভারত ঘরের মাঠে বিশ্বকাপ খেলার আগে আত্মবিশ্বাসের স্কেল ওপরে তুলে রাখতে চাইবে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। গত পরশু বাংলাদেশের কাছে হারা ভারত চাইবে আজ সর্বশক্তি নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ঝাঁপিয়ে পড়তে।


লড়াইটা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক বনাম আটের হলেও এই শ্রীলঙ্কার অনুপ্রেরণা হতে পারে টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স। এশিয়া কাপের আগেই দলের গুরুত্বপূর্ণ কিছু বোলারকে হারালেও পারফরম্যান্সে সেটির প্রভাব পড়েনি। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানকে হারিয়ে তারা এখন শিরোপার দাবিদার। সুপার ফোরে ভারতকেও প্রায় ধরাশায়ী করে ফেলেছিল। ২১৩ রানে অলআউট হওয়া ভারতের ১০ উইকেটই নিয়েছিল লঙ্কান স্পিনাররা। স্বাগতিকদের স্পিন আক্রমণ কতটা শক্তিশালী, এতেই প্রমাণিত। টানা ৯ দিনের মধ্যে ৬ ম্যাচ হওয়া প্রেমাদাসার মন্থর আর ঘূর্ণি উইকেটে শ্রীলঙ্কার স্পিনাররা আজও জাদু দেখানোর সুযোগ পাবেন নিশ্চিত। ফাইনালের আগে শ্রীলঙ্কার দুঃসংবাদ, সাদা বলে ইনিংসের যেকোনো পর্যায়ে উইকেট শিকারে সিদ্ধহস্ত মাহিশ তিকশানাকে তারা পাচ্ছে না হ্যামস্ট্রিং চোটে পড়ায়। তাঁর জায়গায় একাদশে জায়গা পেতে পারেন লেগ স্পিনার দুশান হেমন্ত। বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী হলেও শ্রীলঙ্কাকে ভাবাচ্ছে তাদের ব্যাটিং।


চোটে পড়ে ছিটকে পড়েছেন ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তবু ভারতের তারকা-ঠাসা একাদশ সাজাতে কোনো অসুবিধাই নেই। আগুনে ফর্মে থাকা বিরাট কোহলি, শুবমান গিল, লোকেশ রাহুলকে নিয়ে ভারতের শক্তিশালী টপ অর্ডার তো আছেই। রোহিতের দলের পেস বোলিং আক্রমণটাও যথেষ্ট ভীতিজাগানিয়া—জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া প্রেমাদাসার মন্থর উইকেটেও তোপ দাগতে সক্ষম।


শক্তিমত্তা, দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যান-রেকর্ড পাশে সরিয়ে রেখে এক জমজমাট ফাইনাল দেখার অপেক্ষায় সবাই। কলম্বোয় এই সময়ে আকাশের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে নিয়মিত। বিকেলে হালকা বর্ষণের পূর্বাভাস থাকলেও ফাইনাল ভাসিয়ে নেওয়ার মতো নয় বলে অনুমান করা হচ্ছে। সর্বোচ্চ ১২ বার এশিয়া কাপের ফাইনালে ওঠা শ্রীলঙ্কার সুযোগ সপ্তমবারের মতো শিরোপা জেতার। আর ১০ বার ফাইনাল খেলা ভারতের সুযোগ সংখ্যাটা ‘৮’ করে ফেলার। রোহিত শর্মা নাকি দাসুন শানাকা—কে হাসবেন শিরোপা জয়ের আনন্দে, সেই মীমাংসা আজ রাতেই।


শেয়ার করুন