২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১২:০৪:২৫ পূর্বাহ্ন
সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক ২১১৫ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার।
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৩
সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক ২১১৫ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার।

ইং ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত্রী-২০.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর পবা থানাধীন ধোপাঘাটা বাজার নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ইয়াবা-২১১৫ পিচ উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ উজ্জল হোসেন (৩০), পিতা-মৃত ইয়াকুব হোসেন, সাং-বাকশিমইল পশ্চিমপাড়া, থানা-মোহনপুর, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।


ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগর পবা থানাধীন বড়গাছি ইউনিয়ন ধোপাঘাটা বাজার থেকে দাওকান্দিগামী পাঁকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদব্য বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পাঁকা রাস্তায় হায়দারহাট নামক জায়গার জনৈক মোঃ হান্নান এর "হান্নান হার্ডওয়্যারস্" নামক দোকানের পাশে ফাঁকা জায়গায় পৌঁছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি দৌড়ে পলায়ন করার চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই র‌্যাবের টিম আটক করে।  


উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
































ওয়েব আননাস কল্যান বোর্ড












































































নিত্যপণ্যের সরকারি তিন মূল্য তালিকাই অকার্যকর































ওয়েব আননাস কল্যান বোর্ড












































































নিত্যপণ্যের সরকারি তিন মূল্য তালিকাই অকার্যকর


শেয়ার করুন