২২ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১২:০৮:১৫ পূর্বাহ্ন
স্বাধীন বাংলা ফুটবল দলের খোকন আর নেই
  • আপডেট করা হয়েছে : ০৮-১২-২০২৪
স্বাধীন বাংলা ফুটবল দলের খোকন আর নেই

স্বাধীন বাংলা ফুটবল দলের মিডফিল্ডার ফজলে সাদাইন খোকন আর নেই। শনিবার সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।


সাদাইন খোকন মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খোকন রাজশাহী নগরীর হেতেমখাঁ মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্যকার খোদা বক্স মৃধার আপন ছোট ভাই।



ফজলে সাদাইন খোকনের মেয়ে ডা. সাদাফা আফরিন জানান, তার বাবা দীর্ঘদিন থেকে ডায়াবেটিস এবং উচ্চ-রক্তচাপসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাকে সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সিএমএইচ এ স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় সেখানে তিনি মারা যান।



এদিকে রোববার সকালে ফজলে সাদাইন খোকনের মরদেহ তার বাড়ি নগরীর হেতমখাঁ পৌঁছায়। এ সময় স্ত্রী, সন্তান এবং শুভাকাঙ্খীসহ নিকটাত্মীয়রা শোক-বিহবল হয়ে পড়েন। পরে দুপুরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর পর হেতমখাঁ গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

শেয়ার করুন