২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৭:২৮:৫৫ অপরাহ্ন
উচ্চতর বেতন গ্রেড পাচ্ছেন চার হাজার শিক্ষক-কর্মচারী
  • আপডেট করা হয়েছে : ২১-০৯-২০২৩
উচ্চতর বেতন গ্রেড পাচ্ছেন চার হাজার শিক্ষক-কর্মচারী

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের প্রায় চার হাজার শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন। মোট তিন হাজার ৯১৮ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের তিন হাজার ৩১৬ জন এবং কলেজের ৬০২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। গত সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এমপিও কমিটির সভায় তাদের উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত হয়। এ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।


সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের তিন হাজার ৩১৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৩৪, চট্টগ্রামের ১৫৮, কুমিল্লার ১৫৩, ঢাকার ৫১০, খুলনার ৮৩০, ময়মনসিংহের ২১৬, রাজশাহীর ৭২৫, রংপুরের ১৮৪ এবং সিলেটের ১০৬ জন রয়েছেন।


অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৬০২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩৯, চট্টগ্রামের ৭, কুমিল্লার ৩৭, ঢাকার ৭৪, খুলনার ৭৭, ময়মনসিংহের ৩০, রাজশাহীর ২৬১, রংপুরের ৭২ ও সিলেট অঞ্চলের ৫ জন রয়েছেন। একই সাথে গত সোমবার এমপিও কমিটির সভায় প্রায় ছয় হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত ও ৯৩৯ স্কুল শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়।


শেয়ার করুন