০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ০৪:৫৭:২১ অপরাহ্ন
তিন সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২৩
তিন সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় তিন সন্তানকে নিয়ে বিষপান করেছেন এক নারী। পরে তিন সন্তানের মৃত্যু হয়েছে। শিশুদের মা আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।


আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।


জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস জানান, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন- স্বামীর সঙ্গে অভিমান করে তিন সন্তান সাকিবা বেগম (১৫), তামবির হোসেন (১৩) ও সাহেদ মিয়াকে (৫) নিয়ে বিষপান করেন যমুনা বেগম নামের ওই নারী। তার স্বামীর নাম জাহাঙ্গীর হোসেন।


এ বিষয়ে তারা বিস্তারিত জানার চেষ্টা করছেন বলে জানান ওসি।

শেয়ার করুন