৪০ বছর ধরে ইউরোপের দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে চেষ্টা করছে তুরস্ক। তবে এখনো যোগ দিতে পারেনি দেশটি।
স্থানীয় সময় রোববার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে এখন আর কোনো কিছুই আশা করে না। যেটি আমাদের তাদের দরজায় ৪০ বছর অপেক্ষায় রেখেছে।’
এরদোয়ান বলেছেন, ‘আমরা ইইউকে দেওয়া সব প্রতিশ্রুতি রেখেছি কিন্তু তারা তাদের প্রায় কোনোটাই রক্ষা করেনি। আমরা আর ইইউতে যোগ দিতে চাই না।’
তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার ক্ষেত্রে নতুন কোনো শর্তই আর মেনে নেবেন না তিনি।
এত দিন জোটটিতে যোগ দিতে নরম সুরে কথা বললেও সাম্প্রতিক সময়ে সেই অবস্থান থেকে সরে এসেছে তুরস্ক। এর আগে এরদোয়ান বলেছিলেন, ‘(তুরস্ক) বিশ্বাসঘাতকদের এই দলের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবে না।’