২০ অগাস্ট ২০২৫, বুধবার, ০১:৪২:১৩ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় আরো ৫১ ফিলিস্তিনি নিহত
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৫
ইসরায়েলি হামলায় আরো ৫১ ফিলিস্তিনি নিহত

জাতিসংঘের সতর্কবার্তার মধ্যেই মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে আটজন ছিলেন সাহায্যপ্রার্থী, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইচএফ (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান। শুধু মে মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত এমন ত্রাণকেন্দ্রের কাছে প্রাণ হারানো মানুষের সংখ্যা প্রায় ২,০০০ ছাড়িয়েছে।


গাজার বিভিন্ন হাসপাতাল জানিয়েছে, খান ইউনুসে বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।


এছাড়া কেন্দ্রীয় গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি তাঁবুতে হামলায় আরো চারজন নিহত হয়েছেন।

এরই মধ্যে আন্তর্জাতিক মহলের সতর্কবার্তা উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে অভিযানের তীব্রতা বাড়াচ্ছে। শহরের জেইতুন এলাকায় এক বিমান হামলায় অন্তত চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।


দক্ষিণ গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী ঘরবাড়ি উড়িয়ে দিয়েছে এবং পূর্বাঞ্চলীয় তুফাহ এলাকায় ভারী গোলাগুলির খবর পাওয়া গেছে।


আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজযুম জানিয়েছেন, গাজা সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ভয়াবহ বিমান হামলা চলছে। তার ভাষায়, ‘জেইতুন এলাকায় ৪৫০টিরও বেশি আবাসিক ভবন ধ্বংস করার পর ইসরায়েল এখন পাশের সাবরা এলাকায় অভিযান চালাচ্ছে। এই এলাকাগুলো গাজা সিটির মূল কেন্দ্রের দিকে যায়।’


শেয়ার করুন