রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, রুশ সেনারা দোনবাসে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র গুড়িয়ে দিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা বিমান ব্যবহার করে উচ্চক্ষমতা সম্পন্ন মিসাইল দিয়ে উদাচনে রেলওয়ে স্টেশনের কাছে হামলা চালায়।সেখানেই ইউক্রেনীয়দের কাছে পাঠানো অস্ত্রের মজুদ করে রাখা হয়েছিল।
এদিকে রাশিয়াকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বেশ কয়েকটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার মূল্যমানে অস্ত্র পাঠিয়েছে।
দোনবাসে ইউক্রেনীয়দের মজুদকৃত অস্ত্র ধ্বংস করে দেওয়ার ব্যাপারে অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।
তাছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও অস্ত্রের মজুদ ধ্বংস করে দেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করতে পারেনি।
বর্তমানে রাশিয়া-ইউক্রেনের সেনাদের মধ্যে লড়াই হচ্ছে দোনবাসে।
এই দোনবাস প্রদেশের লুহানেস্ক ও দোনেৎস্ক প্রদেশ দখল করার জন্য সর্বশক্তি প্রয়োগ করেছে রাশিয়া।
বর্তমানে লুহানেস্কের ৯৭ ভাগ দখল রয়েছে রাশিয়ার হাতে। যদি তারা সেভেরোদোনেৎস্ক শহরটি দখল করতে পারে তাহলে লুহানেস্কের পুরো দখল চলে আসবে পুতিনের বাহিনীর কাছে।