০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ০৯:৪৩:৩৯ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ১১ জন কারাগারে
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ১১ জন কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


গত ১ নভেম্বর সদর উপজেলার বারঘোরিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী এই মামলাটি দায়ের করেন। মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবদুল ওদুদসহ ২৩ জনকে আসামি করা হয়।


এজাহারে বলা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আওতায় সরকার পতনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শান্তিমোড়ে শান্তিপূর্ণ মিছিল চলছিল। ছাত্ররা মিছিলে যোগ দিতে বিভিন্ন জায়গা থেকে সেখানে আসছিল। এ সময় আসামিরা অতর্কিতে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ ওঠে।


মামলার আসামিরা মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে বিচারক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদসহ ১১ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় দায়েরকৃত মামলায় এই আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন