০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৮:২৪ অপরাহ্ন
মার্কিন প্রাক-নির্বাচনী প্রতিনিধিদলের সঙ্গে ইসির বৈঠক
  • আপডেট করা হয়েছে : ১০-১০-২০২৩
মার্কিন প্রাক-নির্বাচনী প্রতিনিধিদলের সঙ্গে ইসির বৈঠক

ঢাকায় অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক চলছে। আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে এ বৈঠক। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে আছেন নির্বাচন কমিশনাররা।


এ বিষয়ে ইসির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নির্বাচন পর্যবেক্ষকরা কিভাবে কাজ করবেন ও বিভিন্ন আইন-কানুনের বিষয়ে ইসির পক্ষ থেকে জানানো হচ্ছে।যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা পরিচালনা মিশন পরিচালনা করছে। প্রতিনিধিদলে ৯ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ রয়েছেন।


শেয়ার করুন