১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ০১:২৯:২১ পূর্বাহ্ন
অধ্যাপক সাত্তারকে ফুলেল শুভেচ্ছা জানালো মনোবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৫
অধ্যাপক সাত্তারকে ফুলেল শুভেচ্ছা জানালো মনোবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা

রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে প্রাক্তন শিক্ষার্থীরা কলেজে গিয়ে অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তারের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। 


প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. মোস্তাফিজুর রহমান শিশির, পাপিয়া সরকার, সাহাদাত হোসেন বকুল, সানোয়ার হোসেন প্রমুখ।


উল্লেখ্য, তিনি গত ০৯ জুলাই বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। দেরিতে হলেও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁর প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাতে পেরে আনন্দ প্রকাশ করেন।

শেয়ার করুন