রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘Quality Teaching, Learning and Assessment’ শীর্ষক মানসম্মত পাঠদান, শিখন ও মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। চার দিনব্যাপী এ প্রশিক্ষণ আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় আইকিউএসি সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অধিকতর দক্ষতার সাথে পাঠদান, শিখন ও মূল্যায়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণে প্রতিদিনের চারটি সেশনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল আলম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০০ জন শিক্ষক চারটি ব্যাচে এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ ১৬, ১৭, ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ কর্মশালায় আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান স্বাগত বক্তৃতা করেন।