২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৫:২৬:০৪ অপরাহ্ন
নিজের ভুল স্বীকার করেছেন বাটলার
  • আপডেট করা হয়েছে : ২২-১০-২০২৩
নিজের ভুল স্বীকার করেছেন বাটলার

এবারের বিশ্বকাপের শুরুটা হতাশার হয়েছে ইংল্যান্ডের। চার ম্যাচের মধ্যে মাত্র এক জয় বর্তমান চ্যাম্পিয়নদের। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারটি আবার তাদের ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে সর্বোচ্চ হার। 


ওয়াংখেড়েতে ২২৭ রানের হারের ম্যাচে ব্যাটে-বলে একদম ব্যর্থ ছিল ইংল্যান্ড। সব বিভাগে ব্যর্থ হলেও নিজের সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করেছেন জস বাটলার। ইংল্যান্ড অধিনায়কের মতে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা একদম ভুল ছিল। 


হেরে যাওয়ার পর ম্যাচ-পরবর্তী প্রেজেন্টেশনে এমনটিই জানিয়েছেন বাটলার। টসের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেছেন, ‘হ্যাঁ, সম্ভবত। স্পষ্টতই গরমের কারণে কন্ডিশন খুবই কঠিন ছিল। ফিল্ডিংয়ের সময় আমরা তা ভালোভাবে টের পেয়েছি। তবে সবাই পজিশন পরিবর্তন খেলে সেটা মানিয়ে নিয়েছিল। এখনো বিশ্বাস করি, স্কোর যদি ৩৪০-৩৫০ হতো এবং ভালো শুরু করতে পারতাম, তাহলে একটা তাড়া করতে পারতাম। তবে হ্যাঁ, সম্ভবত গরমের কারণে আগে ব্যাটিং করা উচিত ছিল।’ 


বিশ্বকাপ ধরে রাখতে হলে ইংল্যান্ডের জন্য প্রতিটি ম্যাচই এখন ফাইনাল। বাটলারও সেটা মানছেন। ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘আমাদের ভুলের জন্য অন্য কেউ জায়গা ছাড়বে না। এখন থেকে আমারদের প্রতিটি ম্যাচ জিততে হবে। অবশ্য, এমন পরিস্থিতিতেই আমরা নিজেদের খুঁজে পাই।’


শেয়ার করুন