রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। পরিকল্পনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতি ড. এবিএম শরীফ উদ্দিন বলেন, করোনায় সারাবিশ্ব দুর্বিষহ পর্যায়ে ছিল। আমাদের দেশেও সামগ্রিক সব কিছুকে নাড়া দেয়। এর রেশ কাটিয়ে উঠেই ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে। ডেঙ্গু এটি একটি ভাইরাসজনিত জ্বর। এডিস মশার মাধ্যমে এটি ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধে এবং এডিস মশার বংশবিস্তার রোধে ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, গাড়ীর পরিত্যক্ত টায়ার, টিনের কোঁটা, ভাঙ্গা কলস, ড্রাম, ডাব-নারিকেলের খোসা, এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটারের তলায় পানি জমতে দিব না।
মশার উৎপত্তি স্থলে ধ্বংস করতে হবে। বাড়ীর ভেতরে, আশ-পাশ ও আঙ্গিনা নিয়মিত পরিস্কার রাখতে হবে। দিনে ঘুমানোরে সময়ও মশারি ব্যবহার করতে হবে। নিজ আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রেখে, সবাইকে সুস্থ রাখতে হবে। বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের এ বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নগরীর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে টেস্ট করা হচ্ছে।
ইউনিসেফ বাংলাদেশ সহযোগিতায় ও রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজিত পরিকল্পনা সভায় বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণে পরিকল্পনা উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার।
সভায় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, গবেষণা কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন এ সময় উপস্থিত ছিলেন।