২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৯:৪৯:১৯ অপরাহ্ন
পদ্মার চরে জমি দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪
  • আপডেট করা হয়েছে : ২২-১০-২০২৩
পদ্মার চরে জমি দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

রাজশাহীর বাঘায় পদ্মার চরে জেগে উঠা জমি দখল নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। 


শনিবার দুপুরে খানপুর বাজারের দক্ষিণে বাঘা-দৌলতপুরের হবির চরে এ ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার মধ্যে হবির চরে কিছু জমি জেগে উঠে। এ জমি চাঁদপুর ব্যাংগাড়ি গ্রামের ইউনুস মন্ডলের ছেলে সাবুল মন্ডল দখলে নিয়ে চাষাবাদ শুরু করেন। 


একই জমি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাঝদিয়ার গ্রামের রহিম মন্ডলের ছেলে লিখন হোসেন মন্ডল ও নিহার হোসেন মন্ডলের ছেলে আরিফ হোসেন মন্ডল নিজের দাবি করে দখল নিতে চান। 


এ নিয়ে শনিবার দুপুরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে সাবুল হোসেন ও খেতু মন্ডলের ছেলে ফেলু মন্ডল গুলিবিদ্ধ হন। এছাড়া গুরুতর আহত হন লিখন হোসেন ও আরিফ হোসেন।


আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


বাঘা থানার এসআই কামরুজ্জামান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। 


শেয়ার করুন