২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:২৮:৪৬ অপরাহ্ন
১৩৫ বছরে প্রথমবারের মতো ১০ মিটার ড্রাফট জাহাজ ভিড়লো চট্টগ্রামে
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৩
১৩৫ বছরে প্রথমবারের মতো ১০ মিটার ড্রাফট জাহাজ ভিড়লো চট্টগ্রামে

চট্টগ্রাম বন্দরের ১৩৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভিড়েছে ১০ মিটার ড্রাফট এবং ২শ মিটারের বড় জাহাজ৷

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ জেটিতে ভেড়ানো হয় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি কমন এটলাস নামের ওই জাহাজটি।

জানা গেছে, জাহাজটিতে ব্রাজিল থেকে ৬০ হাজার ৫শ’ টন চিনি নিয়ে এসেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বেশি ড্রাফটের এ জাহাজ ভেড়ার মাধ্যমে আগের চেয়ে বেশি পণ্য বোঝাই করে জাহাজগুলোতে বন্দরের জেটিতে ভেড়ানো যাবে বলছে কর্তৃপক্ষ। একই সাথে বন্দর থেকে সরাসরি বিভিন্ন দেশে কনটেইনারবাহী জাহাজসেবা চালুর সুযোগও বাড়বে, বলে জানিয়েছে তারা।

শেয়ার করুন