২০ মে ২০২৫, মঙ্গলবার, ০৬:০৯:৪৮ অপরাহ্ন
দুপুরে যৌথসভা ডেকেছে বিএনপি
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২৫
দুপুরে যৌথসভা ডেকেছে বিএনপি

যৌথসভা ডেকেছে বিএনপি। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ মঙ্গলবার বেলা ২টায় শুরু হবে এ সভা। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। 


বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।


 

তিনি জানান, সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক/সদস্য সচিবর উপস্থিত থাকবেন। সভা শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

সূত্রঃ যুগান্তর

শেয়ার করুন