২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৮:১৫:০৫ পূর্বাহ্ন
আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
  • আপডেট করা হয়েছে : ২৬-১০-২০২৩
আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আবারও আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভোররাতে দেশটিতে মাঝারি ভূমিকম্প আঘাত হানে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। খবর এনডিটিভি।


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, এ ভূকম্পনের উপকেন্দ্রটি ছিল ১৫০ কিলোমিটার গভীরে।


সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) আফগান জাতীয় সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। ১৫০ কিলোমিটার গভীরে এ কম্পন সৃষ্টি হয়।


এ নিয়ে সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি চারবার ভূমিকম্পে কেঁপে উঠল। গত সপ্তাহে হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূকম্পন আঘাত হানে। এতে প্রায় ৪ হাজার প্রাণহানি ঘটে। অনেক বাড়িঘর ও ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।  


এর আগে ১৫ অক্টোবর ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের সাক্ষী হয় আফগানিস্তান।  ১৩ অক্টোবর ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপে দেশটি।  ১১ অক্টোবর আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়।


শেয়ার করুন