০১ মে ২০২৪, বুধবার, ১০:২০:২১ পূর্বাহ্ন
লিবিয়ার সঙ্গে জনশক্তি রপ্তানির চুক্তি সই
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৩
লিবিয়ার সঙ্গে জনশক্তি রপ্তানির চুক্তি সই

জনশক্তি রপ্তানি, পারস্পরিক সহযোগিতা ও প্রবাসীদের কল্যাণের লক্ষ্যে লিবিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। গত ২৫ অক্টোবর লিবিয়ার রাজধানী ত্রিপলিতে এ চুক্তি সই হয়। চুক্তিতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং লিবিয়ার শ্রম ও পুনর্বাসনমন্ত্রী প্রকৌশলী আলী আবেদ রেজা সই করেন। এ সময় দেশটিতে সফররত প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার এবং লিবিয়ার শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি সইয়ের আগে দুই দেশের প্রতিনিধিরা একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন। চুক্তির মাধ্যমে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের কর্মসংস্থানের পাশাপাশি প্রবাসী অধিকার সুরক্ষা এবং দেশে অর্থ পাঠাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এ-সংক্রান্ত আগের চুক্তির মেয়াদ শেষ হয় ২০০৮ সালে। দীর্ঘ প্রক্রিয়া শেষে নতুন চুক্তিটি হলো।


সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, সমঝোতার আওতায় লিবিয়ায় নিয়োগপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা-বেতন-ভাতা, কর্ম সময়, আবাসন, খাদ্য, ছুটি ও সার্ভিস বেনিফিট ইত্যাদি বিষয়ে নিয়োগকর্তার সঙ্গে আগাম চুক্তি করবে বাংলাদেশে। ফলে লিবিয়ায় যেতে আগ্রহী কর্মীরা দেশে থাকতেই জানতে পারবেন তারা কী ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এতে ভিসার পাশাপাশি লিবিয়া আসা-যাওয়ার প্রক্রিয়া সহজ হবে।


শেয়ার করুন