রাজশাহীতে জাতীয় সমবায় দিবস পালন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচসা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো. আখতার হোসেন, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর শামসুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।