১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ০৯:৩৩:৩৭ অপরাহ্ন
‘আস্কএসআরকে’ সেশনে উত্তরদাতা কি শাহরুখ নাকি অন্য কেউ
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৩
‘আস্কএসআরকে’ সেশনে উত্তরদাতা কি শাহরুখ নাকি অন্য কেউ

‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর চার বছরের লম্বা বিরতি। এরপর ‘পাঠান’ আর ‘জওয়ান’ দিয়ে ইতিহাস, বলিউড বাদশাহ ফিরেছেন তাঁর আপন মেজাজে। সর্বশেষ দুটো সিনেমার প্রচারে শাহরুখকে তেমন বাইরের ইভেন্টে না পাওয়া গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ছিলেন বেশ সরব।


এই সময়টায় ‘আস্ক এসআরকে’, সেশনে, ভক্তদের সঙ্গে আড্ডা দেন শাহরুখ। ভক্তদের নানা প্রশ্নের উত্তর, রসিকতায়-মজার ছলে কাজের এবং নিজের কথা জানাতে ওই সেশনে তিনি নিয়মিত হাজির হয়েছেন।


কিন্তু এই সেশন নিয়ে উঠেছে নানান প্রশ্ন। মোবাইল হাতে নিয়ে বা কম্পিউটার-ল্যাপটপের সামনে বসে অচেনা-অজানা লোকজনের সঙ্গে শাহরুখের হাসিঠাট্টার সময় কোথায়? দিনরাত শুটিংয়ে যেখানে বাড়ি ফেরাও দায়। তখনো মাইক্রো ব্লগিং সাইট এক্সে ‘এসআরকে সেশনে’ শাহরুখ হাজির হয়েছেন নিয়মিত।


শেয়ার করুন