২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৩:৪৬:৫১ পূর্বাহ্ন
রামেক হাসপাতালে যুক্ত হলো নতুন গাইনি ওটি
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২৩
রামেক হাসপাতালে যুক্ত হলো নতুন গাইনি ওটি

রোগীদের ক্রমবর্ধমান চাপ সামলিয়ে বাড়তি সেবা দিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নতুন গাইনি অপারেশন থিয়েটার (ওটি) যাত্রা শুরু করল।

শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ আনুষ্ঠানিকভাবে নতুন ওটির কার্যক্রম উদ্বোধন করেন।

শামীম আহাম্মদ বলেন, আজ গাইনি বিভাগের জন্য নতুন ওটির কার্যক্রম শুরু হলো। এর মধ্যে দিয়ে রামেক হাসপাতালের চিকিৎসাসেবার মান আরেক ধাপ এগিয়ে গেল। কারণ রাজশাহীসহ গোটা উত্তরবঙ্গ এমন কী আশপাশের বিভাগের রোগীরাও এখানে সেবা নিতে আসেন। এসব রোগীদের মধ্যে নারী রোগীর সংখ্যাই বেশি। গাইনি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের চাপও তাই অনেক বেশি।


তিনি বলেন, এ হাসপাতালে গড়ে প্রতিদিন অর্ধশত প্রসূতি নারীর সিজার করা হয়। তাদের আগের অপারেশন থিয়েটার বেশ পুরোনো। এজন্য নতুন ওটির দাবি ছিল দীর্ঘ দিনের। যেখানে আধুনিক সব যন্ত্রপাতি থাকবে। তাই নতুন এ ওটি স্থাপন করা হয়েছে। এরই মধ্যে নতুন ওটির ৭০ শতাংশ চলে এসেছে। শিগগিরই শতভাগ যন্ত্রাংশই চলে আসবে। তাই স্বাস্থ্যসেবার মান আরও বাড়বে।


নতুন ওটির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান প্রফেসর ডা. রোকেয়া খাতুন, অ্যাসিস্টেন্ট প্রফেসর ডা. নাহিদ সুলতানা, ডা. হোমায়রা শাহরীন শেমি, কনসালটেন্ট ডা. নূর-এ-আতিয়া লাভলি, কনসালটেন্ট ডা. মনোয়ারা বেগম ও রেজিস্ট্রার ডা. মৌসুমী মণ্ডল।


কার্যক্রম শুরুর সময় জানানো হয়, নতুন গাইনি ওটিতে প্রসূতি নারীদের অপারেশন (সিজার), স্ত্রী রোগের অপারেশন ও ল্যাপরোস্কোপিসহ বিভিন্ন ধরনের সার্জারি করা হবে।


শেয়ার করুন