১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ০১:২৯:৪৩ পূর্বাহ্ন
কোহলিকে ছুঁতে ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে দর্শক
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২৩
কোহলিকে ছুঁতে ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে দর্শক

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলছে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল। সমানতালে লড়ছে ভারত ও অস্ট্রেলিয়া। রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে দারুণ শুরু পেয়েছিল ভারত। তবে ৩ উইকেট ফিরিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে অস্ট্রেলিয়া। 


পাওয়ার প্লেতে ২ উইকেটে ৮০ রান তোলে স্বাগতিক ভারত। ৫ম ওভারে মিচেল স্টার্ক ফেরান শুভমান গিলকে (৪)। দলের ৭৬ রানে আউট হয়েছেন রোহিত। গ্লেন ম্যাক্সওয়েলের বলে ভারতীয় অধিনায়কের দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ট্রাভিস হেড। দারুণ ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারও (৪) এই ম্যাচে সুবিধা করতে পারেননি। মাঠে নেমেই প্যাট কামিন্সের বলে ইনসাইড এজ হয়ে উইকেটরক্ষক জশ ইংলিসকে ক্যাচ দিয়েছেন। 


তবে এরপরই মাঠে এক ঘটনা। ভারতের ইনিংসের ১৪ তম ওভারে, নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবি বেষ্টিত টি-শার্ট ও মাস্ক পরে মাঠে প্রবেশ করেছেন এক দর্শক। তাঁর হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। মাঠে প্রবেশ করে কোহলিকে নিয়েছেন বাহুডোরে। 


সেই দর্শকের টি-শার্টের সামনের অংশে লেখা ছিল ‘স্টপ বোম্বিং প্যালেস্টাইন’ অর্থাৎ ফিলিস্তিনে বোমা হামলা বন্ধ করুন। আর পেছনে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’। সময়ক্ষেপণ না করে তাঁর পেছনে ছোটেন নিরাপত্তাকর্মীরাও। ওই দর্শককে ধরে মাঠের বাইরে নিয়ে যান তাঁরা। 


চতুর্থ উইকেটে চাপ সামলিয়ে জুটি বড় করার চেষ্টা করেন কোহলি ও লোকেশ রাহুল। তবে ২৯ তম ওভারে এই জুটি ভেঙে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দেন কামিন্স। ১০৯ বলে ৬৭ রানের জুটি গড়েন বিরাট-লোকেশ। ৬৩ বলে ৫৪ রান করেছেন কোহলি। এ প্রতিবেদন পর্যন্ত ভারতের সংগ্রহ ২৯ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান।


শেয়ার করুন