২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:০৭:০২ পূর্বাহ্ন
রাজশাহীতে হরতালেও স্বাভাবিক যান চলাচল
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২৩
রাজশাহীতে হরতালেও স্বাভাবিক যান চলাচল

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন সকাল থেকেই রাজশাহীতে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। নগরীতে কোথাও কোনো পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর। মাঠে আছে বিজিবি ও র‌্যাবের টহল দল।


সকালে সাহেববাজার, সাগরপাড়া, স্টেশন, নিউমার্কেট, তালাইমারী, কাজলা, লক্ষীপুর ও কোর্ট এলাকা এলাকা ঘুরে দেখা গেছে গণপরিবহনের পাশাপাশি চলছে ব্যক্তিগত গাড়িও। রেলগেট থেকে বেশ কিছু বাস বিভিন্ন জেলা ও উপজেলায় ছেড়ে যাচ্ছে। এছাড়া ভদ্র থেকে চলছে দুরপাল্লার বাস। যদিও যাত্রীর চাপ কিছুটা কম।


সকালে চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। কর্মজীবীরা কর্মস্থলে যেতে শুরু করেছেন।


শেয়ার করুন