০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:৩২:১৫ অপরাহ্ন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২২
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিল্লাল খন্দকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বিল্লাল নাসিরনগর উপজেলা সদরের মহাখালপাড়ার ইউসুফ মিয়ার ছেলে। গত ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

বিল্লালের বন্ধু কাউসার বলেন, আমার বন্ধু কয়েক মাস আগে বিয়ে করেছে। তার মধ্যে চলে যেতে হলো পরোপারে। 

এ দুর্ঘটনায় নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তমাল মিয়া গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানান, উপজেলার গুনিয়াউকগামী কয়েকজনকে এগিয়ে দিতে মোটরসাইকেলযোগে যান তারা। ফিরে আসার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন বিল্লাল ও তমাল। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে বিল্লালের মৃত্যু হয়। 

এ ব্যাপারে নাসিরনগর থানার ওসি হাবিবুল্লা সরকার বলেন, নিহতের খবর শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী  ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন