সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারা দেশে চলছে ৬ষ্ঠ দফায় বিএনপির ডাকা অবরোধ। অবরোধেও রাজশাহীর সড়কগুলোতে যান চলাচল চোখে পড়ার মতো। রাস্তায় বেড়েছে মানুষের ভীড়। বুধবার নভেম্বর সকাল ৬টা থেকে অবরোধ শুরু হয়। শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।
সরেজমিনে জানা গেছে, সকাল থেকেই রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় যান চলাচল অনেকটাই স্বাভাবিক। আগের অবরোধের দিনের চেয়ে আজ সড়কগুলোতে যান চলাচলের সঙ্গে জনসমাগমও বেশি দেখা গেছে।
একজন ট্রাফিক সদস্য জানান, অন্যান্য দিনের চেয়ে আজ গাড়ির সংখ্যা বেশি। সকালে একটু কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে গাড়ির সংখ্যা বাড়ছে। অনেক সময় যানজট সামাল দিতে হচ্ছে।
বিশৃঙ্খলা এড়াতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন সড়কে টহলও দিচ্ছে। যাত্রীবাহী বাস, পণ্যবাহী পরিবহন, তেলবাহী পরিবহনসহ অন্যান্য যানবাহন চলাচলের জন্য বিশেষ নিরাপত্তা দিচ্ছে র্যাব।