দেশের ইউনিয়ন ভূমি অফিসগুলো বেশিরভাগই জরাজীর্ণ। এসব অফিসে রেকর্ডপত্র সুরক্ষার তেমন সুবিধাও নেই বললে চলে। শুধু তাই নয়, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা শহরের ভূমি অফিসের কর্মপরিবেশ ও সেবাদানের পরিবেশও উন্নত নয়। এসব কারণে দেশের ভূমি অফিসগুলোর জন্য নতুন করে ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের ভূমি অফিসগুলোর প্রধান কাজ হলো—ভূমি ও সম্পত্তির সেবা প্রদান করা। ভূমি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন ভূমি অফিসগুলো মূলত ভূমি ও সম্পত্তির সংশ্লিষ্ট দলিল তৈরি, ভূমির মালিকানা সমস্যার সমাধান, ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি বিক্রি, ভূমি ও সম্পত্তির মানদণ্ডের বিষয়ে পরামর্শ প্রদান, ভূমির মানচিত্র তৈরি ও পরিমাপ করা। এছাড়া জমি উন্নয়ন পরিকল্পনা, উন্নয়ন কার্যক্রমের বিষয়ে নির্দেশনা, প্রকল্প বিনিময়, ভূমি এবং সম্পত্তি ক্রয় করা। স্থানীয় ও জাতীয় ভূমি এবং সম্পত্তির বিষয়ে প্রতিবেদন প্রস্তুত, সংশ্লিষ্ট আইন ও বিধি অনুসারে ভূমি ও সম্পত্তির মূল্য নির্ধারণ, সংশ্লিষ্ট কর ও ব্যবস্থাপনাসহ তথ্য সংরক্ষণ করা। এসব কাজ করার জন্য যে পরিমাণ অবকাঠামো থাকা প্রয়োজন, তা না থাকায় প্রায়ই নাগরিকদের সেবা দিতে ব্যর্থ হচ্ছে ভূমি অফিসগুলো।
মন্ত্রণালয় সূত্র জানায়, এসব সীমাবদ্ধতা দূর করতে দেশের ৮ বিভাগের ৬১ জেলার ৩৯৩ উপজেলায় ১ হাজার ৩৩৩টি ইউনিয়ন ভূমি অফিস নতুন করে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে এক হাজার ৫৯৫ কোটি ৬২ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। প্রকল্পটি ২০২৮ সালের ৩০ জুন মেয়াদে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
‘সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (দ্বিতীয় পর্ব)’ শীর্ষক প্রকল্পটি গত ৯ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় অনুমোদন করা হয়েছে।
সূত্র জানিয়েছে, নতুন ভবন নির্মাণের মাধ্যমে শহর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মপরিবেশ এবং সেবাগ্রহীতাদের জন্য সেবাদানের পরিবেশ উন্নয়ন এবং ভূমি অফিসের রেকর্ডপত্র সংরক্ষণ সুবিধা বাড়ানোর উদ্দেশ্যে মূলত নতুন ভূমি অফিস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, এর আগেও সরকারের এই উদ্যোগের প্রথম পর্বে সারা দেশে ১ হাজার ৬৩৯টি ভূমি অফিসের নির্মাণকাজ শেষ হয়েছে। এ বিষয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানান, মাঠ পর্যায়ে ভূমি অফিসে ভূমির রেকর্ড সংরক্ষণে সুযোগ-সুবিধা, সেবা প্রদানের সক্ষমতা এবং মাঠ পর্যায়ে ভূমি প্রশাসনের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ভূমি অফিসের নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট এলাকার সমতল জমিতে দোতলার ভিত্তিসহ ১ হাজার ৩০০ বর্গফুট আয়তনের একতলা বিশিষ্ট ১০৫১টি এবং উপকূলীয় বা হাওর এলাকায় তিনতলা ভিত্তিসহ খোলা গ্রাউন্ড ফ্লোরযুক্ত ১৪৯৫ বর্গফুট আয়তনের দুই তলাবিশিষ্ট ২৮২টি শহর ও ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া যেসব ভূমি অফিসের সীমানা প্রাচীর নেই, বা মূল গেট নেই বা যেসব ভূমি অফিসের গেট বা সীমানা প্রাচীর নির্মাণকাজ অসমাপ্ত রয়েছে, সেসব অসমাপ্ত গেটসহ সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।