২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:২৭:৪৩ অপরাহ্ন
বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে না পেলে স্ত্রী-পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে: মিনু
  • আপডেট করা হয়েছে : ২৫-১১-২০২৩
বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে না পেলে স্ত্রী-পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে: মিনু

রাজশাহীতে গত এক মাসে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর ১ হাজার ২৭২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।


মিনু বলেন, ‘গত ২৬ অক্টোবর থেকে শুক্রবার পর্যন্ত রাজশাহী মহানগরের বিভিন্ন থানায় ২৯টি মামলায় ৫৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর রাজশাহী জেলার ৯ থানায় ১১টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৭১৮ জনকে। এই ১ হাজার ২৭২ নেতা-কর্মী এখন কারাগারে রয়েছেন।’


আজ আরও শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে মিনু বলেন, ‘সরকারের বিভিন্ন সংস্থা হরতাল-অবরোধের মধ্যে গাড়ি পোড়াচ্ছে। আর পুলিশ মামলা করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। তাঁদের বাড়িতে না পেলে স্ত্রী বা পরিবারের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।’


মিনু আরও বলেন, ‘এই সরকার বিএনপির নেতা-কর্মীদের জেলে পুরে আবারও একটি একতরফা নির্বাচন করতে চায়। এভাবে ২০১৪ সালে ভোট করেছে। কিন্তু দেশের মানুষ ভোট দিতে যায়নি। ভোটকেন্দ্রে জন্তু-জানোয়ার বিচরণ করেছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে সারা বিশ্বের কাছে দেশকে অপমানের দেশ হিসেবে সরকার প্রতিষ্ঠিত করেছে। এবারও ৭ জানুয়ারির ভোট দেশের মানুষ দিতে যাবে না। যে ভোটে দেশের মানুষ অংশ নেয় না, সেই ভোট ভোট না। এ রকম নির্বাচন পৃথিবীর কোথাও গ্রহণযোগ্যতা পাবে না।’ 


নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগরের সভাপতি এরশাদ আলী ঈসাসহ বিএনপিমনা আইনজীবীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন