০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ০২:৫২:২৮ অপরাহ্ন
জামায়াত নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২৫
জামায়াত নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রেজাউল  নেতার বিরুদ্ধে। 


বুধবার সকালে উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।


জানা যায়, উপজেলার জাঙ্গালিয়া মৌজার ১৫ নাম্বার খতিয়ানের ৪১১ নাম্বার দাগের ৮৬ শতক জমি রয়েছে। জমিটি দীর্ঘদিন ধরে যুবদল নেতা শরীফজ্জামান শরীফসহ তার বাবা-চাচারা ভোগ দখল আসছে। হঠাৎ গত ২৩ সালের ২ অক্টোবর জামায়াত নেতা রেজাউল করিমের ভাই রফিকুল ইসলাম জমিটি দাবি করে মাগুরা জেলা আদালতে জামায়াত নেতা বাদী হয়ে একটি দেওয়ানী মামলা দায়ের করেন।


বিজ্ঞ আদালত ওই জমিতে উভয় পক্ষকে ভোগ দখল করা থেকে বিরত থাকতে একটি নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে জামায়াত নেতা রেজাউল করিমের নেতৃত্বে ২০-২৫ জন লোকজন জমিতে গিয়ে যুবদল নেতা শরীফের চারটি দোকান ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।


খবর পেয়ে জমিতে গিয়ে তাদের বাধা দিলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এসময় মারধর ও খুন-জখমের হুমকি দেন। এরপর সকালে ভোরে টিন দিয়ে প্রাচীর তৈরি করেন।


এর আগে গত মাসের ২৫ জানুয়ারি ওই জমিতে থাকা চারটি মেহগনি গাছ বিক্রি করে দেন। বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দিলে গাছ ফেলে রেখে সবাই চলে যান।


এ ব্যাপারে জামায়াত নেতা রেজাউল করিমের জানতে চাইলে বলেন, আমাদের জমি প্রতিপক্ষের লোকজন দখল করে নিয়েছিল। তাই আমার ভাই ভাচতেরা গিয়ে দখল নিয়েছে। 


যুবদলের সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘জমির কাগজপত্র সঠিক থাকার পর তারা আদালতে মামলা করেছেন। তারপর আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জামায়াতের প্রভাব খাটিয়ে জোরপূর্বক আমার জমি দখল করে নিয়েছেন রেজাউল করিম। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।’


উপজেলা জামায়াতের আমির নুর আহম্মেদ বলেন, জোর করে জমি দখল নেওয়ার কোন সুযোগ নেই। বিষয়টি আমি জানতে পেরেছি। সবার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করবো।


মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


শেয়ার করুন