২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১০:৫৭:৩১ পূর্বাহ্ন
নৌকার মনোনয়নে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৩
নৌকার মনোনয়নে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ রং ছিটিয়ে উৎসব করেছে স্থানীয় নেতাকর্মীরা। যুগান্তর প্রতিবেদন ও প্রতিনিধিরা জানান-


নোয়াখালীতে ছয়টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন ঘোষণা করার পরপরই জেলা সদর মাইজদীসহ গ্রামে-গঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের ধুম পড়েছে। জেলা শহরে দুশতাধিক হোন্ডা, শতাধিক কার ও মাইক্রোবাস নিয়ে আনন্দ মিছিলসহ মিষ্টি বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় রোববার বিকালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, বিমলেন্দু সরকার, যুগ্ম সম্পাদক কামাল হোসেন শেখ ও সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান প্রমুখ। যশোরের ঝিকরগাছায় যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ডা. তৌহিদুজ্জামান তুহিনকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম ও জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পির নেতৃত্বে এ মিছিল হয়। ময়মনসিংহের ধোবাউড়ায় ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনে জুয়েল আরেংকে দলীয় মনোনয়ন দেওয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। 


রোববার সন্ধ্যায় মিছিলে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক সাইদুল ইসলাম তুলা ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন। ফুলপুরে ময়মনসিংহ-২ আসনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ আবারও নৌকার মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি ইরশাদ হোসেন লিমন, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক মাহবুবুর রহমান ও উপজেলা যুবলীগ সম্পাদক বাদশা আলমগীর। গফরগাঁওয়ে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে টানা তৃতীয় বারের মতো ফাহমী গোলন্দাজ বাবেল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল হয়েছে। এ সময় রং ছিটিয়ে আনন্দ উৎসব করেন নেতাকর্মীরা। রাজশাহীর বাঘায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছে আড়ানী পৌর আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় মিছিলে উপস্থিত ছিলেন আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন ও সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পি। গাজীপুরের টঙ্গীতে গাজীপুর-২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ হয়েছে। রাসেলের চাচা সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে এ মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রুহুল আমিন মনি সরকার ও কাউন্সিলর আবুল হোসেন। সিলেটের গোলাপগঞ্জে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে নুরুল ইসলাম নাহিদকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় উপজেলা সদরের চৌমুহনীতে আনন্দ মিছিল হয়েছে। মিছিলটি চৌমুহনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণের পর আবারও সেখানে গিয়ে শেষ হয়। সুনামগঞ্জের ধর্মপাশায় সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর ও তাহিরপুর) আসনে রনজিত সরকার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ক্যাপ্টেন (অব. এবি তাজুল ইসলাম তাজকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় ছয়ফুল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম তুষারের নির্দেশনায় আনন্দ মিছিল হয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা জাহাঙ্গীর আলম। 


নেত্রকোনার কেন্দুয়ায় নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে অসীম কুমার উকিল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ মিছিল করেন। ভোলার চরফ্যাশনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) চতুর্থ বারের মতো আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় ঢাকঢোল পিটিয়ে ও রং ছিটিয়ে আনন্দ মিছিলসহ মিষ্টি বিতরণ হয়েছে। লালমোহনে ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে ৪র্থ বারের মতো নূরুন্নবী চৌধুরী শাওন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় রোববার আনন্দ মিছিল হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল হয়েছে। রোববার পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আ. সামাদ ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার পাটওয়ারী।


শেয়ার করুন