০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:২৩:০০ অপরাহ্ন
সাবেক এমপিসহ বিএনপির ১৪ নেতা ভোটের মাঠে
  • আপডেট করা হয়েছে : ০২-১২-২০২৩
সাবেক এমপিসহ বিএনপির ১৪ নেতা ভোটের মাঠে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন দলের পক্ষে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক এমপিসহ ১৪ নেতা। তবে এই সংখ্যা কম-বেশি হতে পারে।


দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ায় এই নেতাদের বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষে ঝালকাঠি-১ আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বগুড়া-৪ আসনে চারবারের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা, ফরিদপুর-১ আসনে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, বগুড়া-৭ আসনে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি (বহিষ্কৃত) সরকার বাদল, বগুড়া-২ আসনে জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বিউটি বেগম, বগুড়া-১ আসনে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ শোকরানা, ময়মনসিংহ-৪ আসনে বিএনপির


সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির চেয়ারপারসনের বহিষ্কৃত উপদেষ্টা তৈমূর আলম খন্দকার, কুমিল্লা-৫ আসনে বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির চেয়ারপারসনের বহিষ্কৃত উপদেষ্টা একরামুজ্জামান, টাঙ্গাইল-৫ আসনে বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব, জামালপুর-১ আসনে উপজেলা বিএনপির সদস্য মাহবুবুল হাসান, ঝালকাঠি-২ আসনে বিএনপির নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম, চট্টগ্রাম-১০ আসনে বিএনপি চেয়ারপারসনের বহিষ্কৃত উপদেষ্টা মনজুর আলম।


শেয়ার করুন