২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:৩৫:০১ অপরাহ্ন
হামাসকে শেষ করা পর্যন্ত মার্কিন সহায়তা পাবে ইসরায়েলে, বললেন ‘জায়োনিস্ট’ বাইডেন
  • আপডেট করা হয়েছে : ১২-১২-২০২৩
হামাসকে শেষ করা পর্যন্ত মার্কিন সহায়তা পাবে ইসরায়েলে, বললেন ‘জায়োনিস্ট’ বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল যতক্ষণ পর্যন্ত হামাসকে শেষ করতে না পারছে ততক্ষণ সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার রাতে হোয়াইট হাউসে আয়োজিত ইহুদির উৎসব হানুক্কার অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বাইডেন এ কথা বলেন। এ সময় তিনি আবারও নিজেকে জায়োনিস্ট বলে দাবি করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বাইডেন বলেন, ‘ইসরায়েল যতক্ষণ পর্যন্ত হামাসকে শেষ করতে না পারছে ততক্ষণ সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তবে আমাদের এ বিষয়ে সতর্ক হতে হবে।’ এ সময় তিনি ইসরায়েলকেও এ বিষয়ে সতর্ক হতে হবে উল্লেখ করে বলেন, ‘তাদেরও এই বিষয়ে সতর্ক হতে হবে। বিশ্ব জনমত যেকোনো সময় বদলে যেতে পারে কিন্তু আমরা তা হতে পারি না।’


এ সময় অনুষ্ঠানে বাইডেন ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন ব্যক্ত করে বলেন, ‘আমি গত ৭ অক্টোবরের পরও যেমন বলেছি, আবারও বলছি—ইহুদি জনগোষ্ঠী, রাষ্ট্র হিসেবে ইসরায়েলের নিরাপত্তা এবং স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে এর টিকে থাকার প্রতি আমার যে সমর্থন তা অনড়।’ এ সময় তিনি ঘোষণা দেন, ‘ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব না থাকলে বিশ্বের কোনো ইহুদিই কোনো নিরাপদ থাকবে না।’


হোয়াইট হাউসে উপস্থিত অতিথিদের করতালির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইহুদি সম্প্রদায়ের প্রতি যে উষ্ণ সংযোগ বোধ করি তা প্রশ্নাতীত।’ এ সময় তিনি নিজেকে আবারও জায়োনিস্ট উল্লেখ করে আরও বলেন, ‘কয়েক বছর আগে যখন আমি বলেছিলাম—জায়োনিস্ট হওয়ার জন্য আপনাকে ইহুদি হতে হবে না এবং আমি একজন জায়োনিস্ট—তখন আমি খুবই সমালোচনা ও ঝামেলার মুখে পড়েছিলাম।’


অনুষ্ঠানে ফার্স্ট লেডি জিল বাইডেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী সেকেন্ড জেন্টেলম্যান ডাফ এমহফসহ আরও অন্তত ৮ শ অতিথি উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে হলোকাস্ট থেকে বেঁচে ফেরা ইহুদি, কংগ্রেসম্যান, স্থানীয় কর্মকর্তা, বাদকদল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ইহুদি সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন